Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৩, ২০ নভেম্বর ২০২১

৪ ট্রলারসহ ২১ জেলেকে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী

সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর উপকূল থেকে ৪টি মাছ ধরার ট্রলারসহ ২১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ।

তিনি জানান, মিয়ানমারের নৌবাহিনী ধরে নিয়ে যাওয়ার পর মোবাইল ফোনে জেলেদের সাথে আলাপ হয়েছে। জেলেরা জানিয়েছে, তাদের মিয়ানমার নৌবাহিনীর জাহাজে তুলেছে এবং ট্রলারগুলো জাহাজে বেঁধে রেখেছে। এখন মোবাইলফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। বিষয়টি টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তিনি অবহিত হয়েছেন। এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য বিজিবি, কোস্টগার্ডকে জানানো হয়েছে।

মিয়ানমার নৌবাহিনীর আটকে রাখা ওই ৪ ট্রলারের মালিক হলেন সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ, মোহাম্মদ ইউনুস।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ