Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৭, ২২ নভেম্বর ২০২১

তারাকান্দায় আমনের ফলনে কৃষক খুশি, দাম নিয়ে শঙ্কা

ময়মনসিংহের তারাকান্দায় এ বছর আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি। প্রতিকূল আবহাওয়ার মোকাবিলার পর তারাকান্দা উপজেলায় এখন আমন ধান কাটার ধুম। সঙ্গে ধান কাটা, মাড়াই এবং শুকানোর কাজ চলছে পুরোদমে।

তারাকান্দার বাজারগুলোতে নতুন ধান উঠতে শুরু করেছে। তবে কৃষকেরা নতুন ধানের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন। জাত ভেদে প্রতি মণ ধান ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, উপজেলায় এ বছর ২০ হাজার ১১ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবহাওয়া অনুকূল থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ কম থাকায় ভালো ফলন হয়েছে। 

আরও পড়ুন : রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে : শিক্ষামন্ত্রী

এ ব‍্যাপারে তারাকান্দা গ্রামের কৃষক রাজিব বলেন, আমন ধান চাষে এবারের চিত্র ভিন্ন। আমন ধানের চারা রোপণ করার পর পরই দফায় দফায় বৃষ্টি হয়েছে। ১৭ কাঠা জমিতে আমনের আবাদ করেছি। ধান রোপণে শ্রমিক, সার, কীটনাশক বাবদের খরচ হয়েছে প্রায় ১৯ হাজার হাজার টাকা। ফলনও ভালো হয়েছে। তবে ধানের দাম কম থাকায় বেশ চিন্তিত।

ডৌহাতলী গ্রামের মো. মিরাশ উদ্দিন বলেন, তিন একর জমিতে আমন ধানের আবাদ করছি। পোকার আক্রমণে সামান্য ক্ষতি হলেও ফলন ভালো হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। তবে বাজারে নতুন ধান ৮০০ থেকে ১০০০ টাকা মণ বিক্রি হওয়ায় চিন্তিত।

আরও পড়ুন : ২০২২ সালের ৩০ জুন থেকে পদ্মা সেতুতে যান চলাচল শুরু

উপজেলার ধারাকান্দী গ্রামের কৃষক আজিজ বলেন, ১৫ কাঠা জমিতে আমন ধানের আবাদ করছি। ফলনও ভালো হয়েছে। তবে বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। নতুন ধানের দাম কম, এমন অবস্থায় লোকসানের শঙ্কায় রয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। উপজেলায় উফশী, হাই-ব্রিড ও দেশি জাতের ধান চাষ করা হয়েছে। এবার ২০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। আশা করছি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে।

তিনি আরও বলেন, এবার রোগবালাই ও পোকা মাকড় আক্রমণ কম করেছে। তাই ধান খেতের অবস্থা ভালো। এতে ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইনিউজ/ হুমায়ুন কবীর/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ