নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষ : ওসি, সাংবাদিকসহ গুরুতর আহত ২০

বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য নাটোরে বিক্ষোভ করছিলেন বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের। সংঘর্ষে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাংবাদিকসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের আলাইপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় বিএনপি জানাচ্ছে, খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে সকাল ১০টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন দলের নেতা-কর্মীরা। এসময় পুলিশ এসে বাধা দিলে এই সংঘর্ষ বাধে।
এদিকে পুলিশ জানায়, সকালে বিএনপির নেতা-কর্মীরা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে। এসময় সদর থানার ওসি মনসুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে রাস্তার অবরোধ তুলে দিতে যান। এসময় বিএনপির কর্মীরা তাকে লাঞ্ছিত করেন। পরে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু পরক্ষণেই তারা আবার সংগঠিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন গণমাধ্যমকে বলেন, বিএনপি নেতা-কর্মীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ওসি মনসুর রহমান ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শহিদুল ইসলামসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
এদিকে নাটোর জেলা বিএনপি বলছে পুলিশের সাথে সংঘর্ষে তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে অতর্কিতে হামলা চালিয়েছে। এতে আমাদের অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন