Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

রাণীশংকৈল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৫, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ২৩:১৬, ২২ নভেম্বর ২০২১

পরীক্ষা দিতে না পেরে ইঁদুর মারার বিষ খেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুল রুটিন দেখার কারণে পরীক্ষা দিতে পারেন নি  স্বপন কুমার রায় (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী। এরই জেরে ইঁদুর মারার বিষ খেয়ে মারা গেছে সে। 

স্বপন রাণীশংকৈল উপজেলার রাতোর ফরিঙ্গাদিঘি গ্রামের সুভাস কুমার রায়ের ছেলে। সে নেকমরদ কারিগরি কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

জানা গেছে, ২১ নভেম্বর স্বপনের পরীক্ষা ছিল। কিন্তু ভুল করে রুটিনে পরীক্ষা নেই দেখে ওইদিন সে পরীক্ষা দিতে যায়নি। সেদিন বিকেলে সহপাঠীর কাছ থেকে জানতে পারে পরীক্ষার কথা। এমন অবস্থায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। রাতে খেয়ে দেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে স্বপন। পরে রাতে কোনো এক সময় সে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। 

বাড়ির লোকজন এ ঘটনা জানতে পেরে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে নেকমরদ ও রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সর্বশেষ তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে নেয়ার পর সোমবার দুপুরে তার মৃত্যু হয়। 

থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা লাশ সৎকার করার জন্য এডিএম বরাবর একটি লিখিত আবেদন করেছেন। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বপনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আইনিউজ/ হুমায়ুন কবির/এসডিপি 

আইনিউজ ভিডিও 

তিনদিন পর মিলল নিখোঁজ ছোট বোনের লাশ

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ