Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ২৩ নভেম্বর ২০২১
আপডেট: ১৯:১২, ২৩ নভেম্বর ২০২১

তারাকান্দার ১০ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

চতুর্থ ধাপে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দশটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। 

সোমবার (২২ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মনোনয়ন প্রাপ্তরা হলেন- তারাকান্দা ইউনিয়নে খাদিমুল আলম শিশির, বানিহালা ইউনিয়নে আলতাফ হোসেন খন্দকার, কাকনী ইউনিয়নে মশিউর রহমান রিপন, গালাগাঁও ইউনিয়নে আব্দুর রহমান তালুকদার, বালিখাঁ ইউনিয়নে শামছুল আলম, ঢাকুয়া ইউনিয়নে এনায়েত কবির, রামপুর ইউনিয়নে আজিজুর রহমান, কামারিয়া ইউনিয়নে  এ.কে এম আজহারুল ইসলাম সরকার, কামারগাঁও ইউনিয়নে রফিকুল ইসলাম এবং বিসকা ইউনিয়নে আব্দুস সালাম মন্ডল।

চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর। ১০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে এই নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর ও ভোট গ্রহণ হবে ২৩ ডিসেম্বর।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ