Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৫, ৬ ডিসেম্বর ২০২১

চকরিয়ায় র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ডাকাত

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে এলিট ফোর্সটি। ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে এলিট ফোর্সটি। এ সময় অস্ত্র ও গুলি জব্দ করেছে র‌্যাব।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, পূর্ব বড় ভেওলা এলাকায় সংঘবদ্ধ একটি দলের ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে ভোরে র‌্যাব সেখানে অভিযান চালাতে যায়। র‌্যাবকে দেখে ডাকাতরা গুলি চালাতে গেলে আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি ছোড়ে। কিছু সময় গোলাগুলির পর ঘটনাস্থল থেকে দুজনকে জীবিত আটক করে র‌্যাব। এছাড়া দুইজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে তল্লাশি করে তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র‌্যাব।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ