মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)
ডিমলায় জমে উঠেছে ইউপি নির্বাচন : আ.লীগের প্রতিপক্ষ আ.লীগই

ডিমলা উপজেলা নির্বাচন কার্যালয়।
নীলফামারীর ডিমলায় জমে উঠেছে ৪র্থ ধাপের আসন্ন ইউপি নির্বাচন। প্রার্থীরা দিনরাত জয়ের আশায় পাড়া, মহল্লা, চায়ের দোকানে মাঠকর্মীদের নিয়ে নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে নানা প্রতিশ্রতি দিচ্ছেন ভোটাদের। বিএনপি মাঠে নেই, আওয়ামী লীগের কিছু ত্যাগী দলীয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে অনেকে নির্বাচনে অংশগ্রহন করেছেন অর্থাৎ আওয়ামী লীগই এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার ৭ ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী। নৌকা প্রতীকে ৭ জন, আনারস প্রতীকে ৭ জন, চশমা প্রতীকে ৬ জন, ঘোড়া প্রতীকে ৩ জন, মোটরসাইকেল প্রতীকে ৫ জন, দুটি পাতা প্রতীকে ২ জন, অটেরিক্সা প্রতীকে ১ জন, হাতুড়ি প্রতীকে ২ জন এবং হাতপাখা প্রতীকে ১ জন চেয়ারম্যান প্রার্থী।
সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে কে জিতবে জানতে আগামী ২৬ ডিসেম্বর অপেক্ষার প্রহর গুণতে হবে ভোটারদের।
প্রার্থীরা মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতীক পেয়ে সন্ধার পর কর্মীদের নিয়ে নিজ নিজ এলাকায় আনন্দ র্যালি করেন।
জানা যায়, পশ্চিম ছাতনাই ইউনিয়নে ১৬৭৭৬ জন, বালাপাড়া ইউনিয়নে ২৪২১৮ জন, ডিমলা ইউনিয়নে ৩৪২৯৬ জন, নাউতারা ইউনিয়নে ২৬৩২১ জন, খালিশা চাপানী ইউনিয়নে ২৪৮৩৬ জন, ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ২৪৯৩৭ জন, পূর্ব ছাতনাই ইউনিয়নে রয়েছেন ১১৬১৪ জন ভোটার।
নৌকা প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর লড়াই হবে বলে সাধারণ ভোটাররা জানান। মাঠে সাত ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থীরা।
ডিমলা থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় জানান, নির্বাচনী এলাকায় নারী ও পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
উপজেলা নির্বাচন কমিশনার মোছা. মাহবুবা আকতার বানু বলেন প্রার্থীদের নির্বাচনী নীতিমালা মেনে চলতে বলা হয়েছে আশা করছি কোনও সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হবে।
আইনিউজ/হাবিব/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন