Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

রানীশংকৈল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩১, ৯ ডিসেম্বর ২০২১

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন- মৌলভীবাজারে পাঁচ সফল নারী পেলেন জয়িতা পুরস্কার

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। 

এছাড়াও সভায় রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মী, কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক প্রভাষক প্রভান্ত বসাক, তথ্য ও পরিসংখ্যান কর্মকর্তা হালিমা বেগম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, এস আই মমিনুল ইসলাম ও সমাজসেবক আব্দুল খালেক। 

আরও পড়ুন- নালায় নিখোঁজ শিশু কামালের মরদেহ উদ্ধার

বক্তারা তাদের বক্তব্যে নারীদের অগ্রগতিতে বেগম রোকেয়ার অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সমাজ উন্নয়নে সফলতা অর্জনের জন্য ৫ জনকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- উপজেলা পর্যায়ে নিতানি পাহান, আমেনা বেগম ও পিরিনা মারডি এবং জেলা পর্য়ায়ে সুজতি টুডু ও ফুলমতি পাহান। 

আইনিউজ/ হুমায়ুন কবীর/এসডিপি 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ