নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:৩৩, ১০ ডিসেম্বর ২০২১
দুই ঘণ্টা আগুনে পুড়লো রাজবাড়ী জুট মিল

অগ্নিকাণ্ডের দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজবাড়ী জুট মিলে লাগা আগুন। দমকল বাহিনীর ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে পুরোপুরি নেভেনি।
এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাতটার দিকে রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুরে অবস্থিত রাজবাড়ী জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করায় একটি ইউনিটের পক্ষে তা নেভানো সম্ভব হচ্ছিল না। খবর দেওয়া হয় আরও পাঁচটি ইউনিটকে। ছয়টি ইউনিটের নিরলস প্রচেষ্টায় সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো আগুন পুরোপুরি নেভানো যায়নি।
পাটের কারখানা হওয়ায় ডাম্পিং করতে সময় আরও লাগবে। পুরোপুরি আগুন নেভাতে গেলে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. আব্দুর রহমান জানান, পাটের আগুন তাই পুরোপুরি নিভতে সময় লাগবে।
আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও নিরুপন করা যায়নি। আগুনে বহু যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে ছাই হয়েছে বহু পাট।
আগুনের সূত্রপাতের বিষয়টি তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও উৎপাদন কারখানার ১ নম্বর ইউনিটে তেলের ট্যাংকি থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর ইউনিটের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভ হয়েছে। সম্পূর্ণরূপে আগুন নেভাতে ইউনিটগুলো কাজ করে যাচ্ছে।’
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন