Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

হুমায়ুন কবির, তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫১, ১২ ডিসেম্বর ২০২১

তারাকান্দায় আ.লীগের গলার কাঁটা বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ ইউপি নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়েও স্বস্তিতে নেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। মাঠে দলীয়করণ বিদ্রোহী প্রার্থী থাকায় দুঃশ্চিন্তা বেড়ে গেছে তাদের। মনোনয়নবঞ্চিত এসব বিদ্রোহী প্রার্থীরা নৌকা প্রতীকের প্রার্থীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন।

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই দলীয়, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ানসহ ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি।সাবেক, বর্তমান ও নতুন প্রার্থীরা সবাই উন্নয়নের অঙ্গীকার করে যাচ্ছেন।

বহিষ্কার,ভবিষ্যতে দলীয় পদ-পদবী এবং মনোনয়ন না পাওয়া,এতো সব উদ্যোগ নিয়েও বিদ্রোহী প্রার্থীদের দমন করতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ।সবকটি ইউনিয়নেই দলীয় পদ হারানোর তোয়াক্কা না করেই ভোটের মাঠে নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছেন অনেক মনোনয়ন বঞ্চিতরা।নৌকার প্রার্থীরা সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরছেন ভোটারদের কাছে।আর স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা দাবি করছেন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। 

বিএনপি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও কয়েকটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মুখোমুখি একই দলের বিদ্রোহী প্রার্থীর সাথে,মাঠ ছাড়তে নারাজ স্বতন্ত্র মোড়কে ভোট যুদ্ধে অংশগ্রহণ করা বিএনপি স্বতন্ত্র প্রার্থীরাও।প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আছে একদিকে একই দলের শক্তিশালী ও জনপ্রিয় বিদ্রোহী প্রার্থীর সাথে লড়তে হচ্ছে চিরপ্রতিদ্বন্দী বিএনপি স্বতন্ত্র প্রার্থী।

উপজেলার ১নং তারাকান্দা ইউনিয়নের নৌকার প্রার্থী হয়েছেন খাদেমুল আলম শিশির এখানে বিদ্রোহী প্রার্থী এডভোকেট হারুনুর রশিদ,মিজানুর রহমান মিজান,সায়ের আলমগীর সরকার,স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মজিবুল হক মজি।

২ নং বানিহালা ইউনিয়নে ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক ব্যাংকার আলতাফ হোসেন খন্দকার,বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কৃত হওয়ার আ'লীগ নেতা আবুল হাসনাত আছমত,বিএনপি স্বতন্ত্র প্রার্থী নেতা ছাইদুল ইসলাম মন্ডল ও মোঃ মির্জা মিজানুর রহমান বেগ।

৩ নং কাকনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান রিপন,বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল খালেক তালুকদার।আছেন লাঙ্গল প্রতীকের আবুল কালাম।

৪ নং গালাগাঁও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আবদুর রহমান তালুকদার,স্বতন্ত্র প্রার্থীরা হলো মোঃ হাসিম উদ্দিন,মোস্তাফিজুর রহমান,হুমায়ুন কবির,রফিকুল ইসলাম তালুকদার,ও ইসলামী আন্দোলন হাত পাখার প্রার্থী এমদাদুল হক।

৫ নং বালিখা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সামসুল ইসলাম,তার সাথে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি(বহিষ্কৃত)সিদ্দিক হোসেন,

৬ নং ঢাকুয়া ইউনিয়নে ইউনিয়নে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি(বহিষ্কৃত)মেজবাহ উদ্দিন মন্ডল,আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার, বিএনপি স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার,আবু হুরায়রা তালুকদার,মাঠে না দেখা গেলেও কাগজপত্রে আছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সুরুজ আলী,আছেন হাত পাখার মুফতি রাসিদুল ইসলাম।

৭ নং রামপুর ইউনিয়নের নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,আজিজুর রহমান বুলে,বিদ্রোহী প্রার্থী উপজেলা কৃষকলীগের আহবায়ক(বহিষ্কৃত)নেতা এমরান হোসেন আকন্দ,আছেন বিএনপি স্বতন্ত্র প্রার্থী মো.নাজিরুল হক তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী একরামুল হক খান।

৮ নং কামারিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান,এ কে এম আজহারুল ইসলাম সরকার,স্বতন্ত্র হিসেবে প্রার্থী হিসেবে লড়ছেন আমজাদ হোসেন,আব্দুল লতিফ,এবাদত হোসেন তালুকদার,মুখলেসুর রহমান,জাকের পার্টির আব্দুল আজিত ও ইসলামী আন্দোলনের মোঃ শাহজাহান।

৯ নং কামারগাঁও ইউনিয়নে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম,তার সাথে কোমড় বেঁধে মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন মনোনয়নবঞ্চিত হওয়া বিদ্রোহী প্রার্থী নাইমুর রহমান উজ্জল,এবং ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কৃত) রফিকুল ইসলাম।

১০ নং বিষকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা আবদুস ছালাম মন্ডল, তার শক্ত প্রতিদ্বন্দ্বী হলেন মনোনয়নবঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কৃত সাকের আহামেদ বাবুল।

এবং, গত নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে এইবারও মনোনয়নবঞ্চিত হওয়ায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক (বহিষ্কৃত) রফিকুল ইসলাম সাঈদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বহিষ্কৃত আহম্মদ আলী খান,আছেন বিএনপি স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ।

বিদ্রোহী প্রার্থীদের প্রায় সবাই বলছেন, তারা নিজ নিজ ইউনিয়নে জনপ্রিয়। নেতাকর্মী ও সাধারণ মানুষের চাপে তারা প্রার্থী হয়েছেন। তবে অনেক জায়গায় দলীয় প্রার্থীদের বিদ্রোহীদের নিয়ে তেমন মাথাব্যথা নেই। দলীয় প্রার্থীরা তারা জয়ের ব্যাপারে আশাবাদী।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ