নিজস্ব প্রতিবেদক
প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, পাঁচ শ্রমিক পুড়ে ছাই

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। ভয়াবহ এই আগুনে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় সান্তাহার পৌরসভার বশিপুরে অবস্থিত বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে এ আগুন লাগে।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ ঢাকাটাইমসকে জানান, খবর পেয়ে নওগাঁ এবং বগুড়া ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, প্লাস্টিক কারখানাটি সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টসহ চার বন্ধুর। সেখানে ওয়ানটাইম প্লেট ও গ্লাস সামগ্রি তৈরি করা হতো।
কারখানার কয়েকজন শ্রমিক বলেন, প্রতিদিনের মতো শ্রমিকরা সকাল থেকে কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই কারখানার এক কর্ণারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে পুরো কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আগুন ভয়াবহ আকার ধারণ করায় আরও ছয়টি ইউনিট কাজে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট বলেন, সকাল থেকেই কারখানায় শ্রমিকরা কাজ করছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলতে পারছি না। আগুন লাগার পরই শ্রমিকরা বাহিরে বেরিয়ে যায়। সংবাদ পেয়ে কারখানায় আসি। কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রি তৈরি করা হতো। আগুনে কারখানার কাচামাল ছাই হয়ে গেছে। এছাড়া মেশিনগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে আমার।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী।
আইনিউজ/এসডি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন