নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৫৭, ১৬ ডিসেম্বর ২০২১
ফুল দেওয়া নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর দুই পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং নান্দাইলগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চলে এই সংঘর্ষ। এতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ্ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুকছুদ উদ্দিন এবং দুজন সাংবাদিকসহ ১৫ জন আহত হন। তাদের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ আমরা সবাই শান্তিপূর্ণভাবে বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করছিলাম। হঠাৎ করে সাবেক সাংসদ সোহরাব উদ্দিন বহিরাগত লোকদের দ্বারা আমাদের ওপর হামলা করা। দুজন মুক্তিযোদ্ধাসহ অনেকেই আহত হয়েছেন। বঙ্গবন্ধুর ছবিও ভাঙচুর করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সাংসদ সোহরাব উদ্দিন বলেন, উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু চত্বরে ফুল দিতে গেলে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়েছে। উপজেলার কোষাকান্দা গ্রামের সিরাজুল হকের ছেলে মিন্টুর অবস্থা গুরুতর, তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে এসেছি।
এদিকে এই ঘটনার জেরে বেলা সাড়ে ১১টার দিকে পৌর সদরের মরুরা বাজার এলাকায় অনন্যা পরিবহনে একটি বাসে (কিশোরগঞ্জ- ব ১১০০৬৭) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান সংঘর্ষের খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আইনিউজ/এসডি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন