Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

রাণীশংকৈল প্রতিনিধি

প্রকাশিত: ২২:১০, ২২ ডিসেম্বর ২০২১
আপডেট: ২২:১১, ২২ ডিসেম্বর ২০২১

রাণীশংকৈলে গ্রামীণ আই কেয়ার সেন্টারের উদ্বোধন

গ্রামীণ আই কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান

গ্রামীণ আই কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আধুনিক চক্ষু চিকিৎসা প্রদানের লক্ষ্যে গ্রামীণ আই কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। 

 বুধবার (২২ ডিসেম্বর) রাণীশংকৈল পৌর শহরের পাইলট হাইস্কুল রোডে গ্রামীণ আই কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন- ভোটারদের মাঝে টাকা বিতরণ, প্রার্থীর ভাই ও শ্যালককে জরিমানা

এছাড়াও অনুষ্ঠানে গ্রামীণ আই কেয়ার কেন্দ্রের ডিজিএম মাইনুল হাসান, পরিচালক গোপাল চন্দ্র রায়, ম্যানেজার সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

এতে ঢাকা থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক। 

আরও পড়ুন- নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার আইভিকে জেতাতে প্রধানমন্ত্রীর আহ্বান

অতিথিরা তাদের বক্তব্যে রাণীশংকৈলে এ চক্ষু চিকিৎসা কেন্দ্রকে স্বাগত জানিয়ে এর সফলতা কামনা করেন।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ