Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ২৫ ডিসেম্বর ২০২১
আপডেট: ২০:২০, ২৫ ডিসেম্বর ২০২১

সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন

কারচুপির আশঙ্কা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা জেলার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। 

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার হাওলাদার কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এই সময় স্বতন্ত্রপ্রার্থীরা অভিযোগ করে বলেন, রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা কিভাবে ২৬ তারিখে নির্বাচনের মাঠে থাকবো। আওয়ামী লীগ প্রার্থীরা ইতিমধ্যে বলে বেড়াচ্ছে ১টা ভোট পেলেও আমরা চেয়ারম্যান। নৌকায় যারা ভোট দিবেন না তাদের ভোট কেন্দ্রে আসার দরকার নেই। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সব আমাদের নিয়ন্ত্রণে। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মীদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যারা নৌকা মার্কার নির্বাচন করেছে তাদের মধ্য থেকে অনেককেই প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন-  লঞ্চে অগ্নিকাণ্ড : যমজ বোনের মরদেহ নিলেন মামা, নিখোঁজ 

স্বতন্ত্রপ্রার্থীরা আরও বলেন, সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক আপনাদের লেখালেখির মাধ্যমেই নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে। আপনারা লেখালেখি করলে নির্বাচন সুষ্ঠু হবে। আমাদের বিশ্বাস আপনারাই পারেন নির্বাচন সুষ্ঠু পরিবেশে করার পদক্ষেপ নিতে। 

এস ময় তারা বলেন,আমরা অনেক হামলা মামলার শিকার। কয়েকদিন আগে জেলা প্রশাসক আমাদের নিয়ে বসেছিলেন, তিনি আশ্বস্ত করেছেন আপনারা নিশ্চিন্তে থাকেন। নির্বাচন সুষ্ঠু পরিবেশে হবে। আমরা আশা করবো তার কথাই যেনো সত্যি হয়। নির্বাচনের শেষ পর্যন্ত নির্বাচনের মাঠ ছাড়বো না। সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে নির্বাচনের পরিবেশ ভালো থাকবে।

আরও পড়ুন- লঞ্চ থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন ইউএনও

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রুহিয়া পশ্চিম ইউনিয়ের স্বতন্ত্র প্রার্থী আনসারুল হক, ঢোলরহাটের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার, রাজাগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম নূরু, দেবীপুরের জয়নাল আবেদীন প্রমুখ। 

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ