Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০০, ২৭ ডিসেম্বর ২০২১

তারাকান্দায় চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে জয় পেলেন যারা

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা ঘোষণা করা হয়।

তারাকান্দায় ১০ ইউনিয়নের ৭টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা ও ৩টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে। উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ করার মত।

উপজেলা নির্বাচন অফিসার একে এম সাইদুজ্জামান তথ্যঅনুযায়ী জানা গেছে, 

তারাকান্দা সদর ইউনিয়নে খাদেমুল আলম শিশির নৌকা (৮৫০৫ ভোট), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুল হক মজি স্বতন্ত্র মটরসাইকেল প্রতীক ৫২৩৫ (ভোট)।

বানিহালা ইউনিয়নে আলতাফ হোসেন খন্দকার (৪৫৯০ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাসনাত স্বতন্ত্র অটোরিক্সা ৪২০৬(ভোট)।

রামপুর ইউনিয়নে আজিজুর রহমান বুলে নৌকা (৬৯১১ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান হোসেন আকন্দ স্বতন্ত্র আনারস ৬১১৮ (ভোট)

বালিখাঁ ইউনিয়নে শামসুল ইসলাম নৌকা (৮৬৪৬ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ছিদ্দিক হোসেন স্বতন্ত্র আনারস ৫৩০৬ ভোট

কামারিয়া ইউনিয়নে মো. আজারুল ইসলাম সরকার নৌকা (১৩৯৩৮ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ এবাদত হোসেন তালুকদার রনু স্বতন্ত্র ৫৩০৬ ভোট।

ঢাকুয়া ইউনিয়নে ইকরামুল হক তালুকদার নৌকা (৭০৬০ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মেজবাহ উদ্দিন মন্ডল স্বতন্ত্র ৪০৭৬ ভোট।

গালাগাঁও ইউনিয়নে মো. আব্দুর রহমান তালুকদার নৌকা (৯৬৩৭ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাসিম উদ্দিন স্বতন্ত্র মটরসাইকেল ৫৮৪৫ ভোট।

কাকনী ইউনিয়নে ঘোড়া প্রতীকে মো. আ. খালেক তালুকদার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া (৫০১০ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান রিপন নৌকা ৪২২১ ভোট।

বিসকা ইউনিয়নে ঘোড়া প্রতীকে সাকির আহমেদ বাবুল স্বতন্ত্র প্রার্থী (৭১৫৯ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী আহাম্মেদ আলী খান স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল ৫৬১১ ভোট।

কামারগাঁও ইউনিয়নে চশমা প্রতীকে নাইমুর রহমান উজ্জল স্বতন্ত্র (৬৩৯৯ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম নৌকা ৫৪৫০ ভোট।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ