নিজস্ব প্রতিবেদক
ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বিজিবির সোর্সকে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যান তিনি।
এর আগে উপজেলার নাস্তিপুর গ্রামে মঙ্গলবার রাত রাত ১টার দিকে তাকে গুলি করে দুর্বৃত্তরা।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ৫৫ বছর বয়সী হযরত আলী নাস্তিপুর গ্রামের বাসিন্দা। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত আলীর ছেলে তৌফিক হাসান গণমাধ্যমকে বলেন, ‘প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আমার বাবা। এ সময় তার ঘরের জানালার ফাঁক দিয়ে গুলি করে দুর্বৃত্তরা।’
- আরও পড়ুন- দেশে আরও ৩ জন ওমিক্রন আক্রান্ত
‘মধ্যরাতে হঠাৎ গুলির শব্দে আমার ঘুম ভাঙলে বাবার ঘরে গিয়ে দেখি বাবা গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। তাকে দ্রুত উদ্ধার করে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৩টার দিকে তার মৃত্যু হয়।’
তিনি জানান, তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। তার অভিযোগ, হয়তো এ কারণেই তাকে হত্যা করেছে সীমান্ত এলাকার চোরাকারবারিরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, ‘গভীর রাতে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হযরত আলীকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান তিনি।
আইনিউজ/এসডি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
বাংলাদেশের বাজারে এলো করোনার মুখে খাওয়ার ক্যাপসুল
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন