Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৩, ৩১ ডিসেম্বর ২০২১

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নবী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও- রুহিয়া সড়কে এই ঘটনা ঘটে।

নিহত নবী ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিবিষ্ণুপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঠাকুরগাঁও থেকে একটি লিটারবাহী ট্রাক রুহিয়া প্রবেশকালে মধুপুর ঈদগাও মোড়ে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং আরোহীদ্বয় গুরুতর আহত হয়। স্থানীযরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু তাদের অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩ টায় নবী মারা যায়। অপর আহত ফরহাদের অবস্থাও আশংকাজনক।

আরও পড়ুন- বাস উল্টে পড়ল ভ্যানের ওপর, প্রাণ গেলো ৪ জনের

রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে মামলা দায়ের করা হবে।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ