Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৯, ৪ জানুয়ারি ২০২২

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ছাত্রলীগের উদ্যোগে পাঁচ শতাধিক নেতাকর্মীদের নিয়ে বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ওই চত্ত্বরেই কেক কাটা হয়।

আরও পড়ুন- সিলেটসহ ২৩ জেলায় নতুন সিভিল সার্জন

পরে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ও  প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমিটির আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সদস্য ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, মহিলা আওয়ামী লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমিটির যুগ্ন আহবায়কবৃন্দ প্রমুখ। 

আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ  অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে খাবার হিসাবে খিচুড়ি বিতরণ করা হয়।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

 

আইনিউজ ভিডিও 

শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ