Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৮, ৫ জানুয়ারি ২০২২
আপডেট: ১৫:০৮, ৫ জানুয়ারি ২০২২

টাঙ্গাইলে গুজব ছ‌ড়ি‌য়ে ৪০০ ব্যালট ছিনতাই

টাঙ্গাইলে গুজব ছ‌ড়ি‌য়ে বু‌থে প্রবেশ ক‌রে চেয়ারম্যান প‌দের ৪০০ ব্যালট পেপার ছিনতাই ক‌রে‌ছে নৌকার কর্মী-সমর্থকরা। এ‌ ঘটনায় ওই কে‌ন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়ে‌ছে। বুধবার (৫ জানুয়া‌রি) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার ফুল‌কি ইউ‌নিয়নের জ‌শিহা‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে এ ঘটনা ঘ‌টে। 

স্থানীয়রা জানায়, কে‌ন্দ্রে সুষ্ঠুভা‌বে ভোটগ্রহণ হ‌চ্ছিল। হঠাৎ নৌকার কর্মী-সমর্থকরা দল বে‌ধে কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে ব্যালট পেপারে সিল মার‌তে থা‌কে। 

ফুলকি ইউনিয়নের জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত প্রিসাই‌ডিং কর্মকর্তা সা‌জেদুল আলম ব‌লেন, কে‌ন্দ্রের বাই‌রে উ‌ত্তেজনা দে‌খে ভোটগ্রহণ স্থ‌গিত করা হয়। পরে গুজব ছ‌ড়ি‌য়ে নৌকার লোকজন বু‌থে প্রবেশ ক‌রে চার‌শ ব্যালট পেপার ছিনতাই ক‌রে নি‌য়ে যায়।

আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা

এ‌তে দা‌য়িত্বরত পোলিং ও অন্যান্য কর্মকর্তারা আত‌ঙ্কিত হ‌য়ে এক‌টি কক্ষে আশ্রয় নেয়। প‌রে কে‌ন্দ্রে র‌্যাব প্রবেশ কর‌লে প‌রি‌বেশ কিছুটা শান্ত হয়। ত‌বে চার‌টি ব্যালট বই‌য়ের ম‌ধ্যে এক‌টির মু‌ড়ি পাওয়া গে‌ছে। ব্যালট পেপার পাওয়া যায়‌নি। ফ‌লে কে‌ন্দ্রে ভোটগ্রহণ স্থ‌গিত রয়ে‌ছে। 

আরও পড়ুন- সিলেটসহ ১৩ জেলায় নতুন ডিসি 

উপ‌জেলা রিটা‌র্নিং কর্মকর্তা ও উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার ম‌নি শংকর রায় ব‌লেন, জ‌শিহা‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে ভোটগ্রহণ প্রাথ‌মিকভাবে স্থ‌গিত করা হ‌য়ে‌ছে। ওই কে‌ন্দ্রের ব্যালট পেপার উদ্ধা‌রে প্রশাসন কাজ কর‌ছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ