টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট: ১৫:০৮, ৫ জানুয়ারি ২০২২
টাঙ্গাইলে গুজব ছড়িয়ে ৪০০ ব্যালট ছিনতাই

টাঙ্গাইলে গুজব ছড়িয়ে বুথে প্রবেশ করে চেয়ারম্যান পদের ৪০০ ব্যালট পেপার ছিনতাই করেছে নৌকার কর্মী-সমর্থকরা। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। বুধবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলকি ইউনিয়নের জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছিল। হঠাৎ নৌকার কর্মী-সমর্থকরা দল বেধে কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপারে সিল মারতে থাকে।
ফুলকি ইউনিয়নের জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা সাজেদুল আলম বলেন, কেন্দ্রের বাইরে উত্তেজনা দেখে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে গুজব ছড়িয়ে নৌকার লোকজন বুথে প্রবেশ করে চারশ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।
আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা
এতে দায়িত্বরত পোলিং ও অন্যান্য কর্মকর্তারা আতঙ্কিত হয়ে একটি কক্ষে আশ্রয় নেয়। পরে কেন্দ্রে র্যাব প্রবেশ করলে পরিবেশ কিছুটা শান্ত হয়। তবে চারটি ব্যালট বইয়ের মধ্যে একটির মুড়ি পাওয়া গেছে। ব্যালট পেপার পাওয়া যায়নি। ফলে কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
আরও পড়ুন- সিলেটসহ ১৩ জেলায় নতুন ডিসি
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মনি শংকর রায় বলেন, জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রের ব্যালট পেপার উদ্ধারে প্রশাসন কাজ করছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা
রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন