Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২২, ৭ জানুয়ারি ২০২২
আপডেট: ২০:৩০, ৭ জানুয়ারি ২০২২

ফিনিশ লাইন পেরোনোর পরই মারা গেলেন দৌড়বিদ টুকু জামিল

পটুয়াখালী জেলার দৌড়বিদ গহর জামিল, সতীর্থদের মধ্যে ছিলেন টুকু জামিল নামে বেশ জনপ্রিয়। হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রামে এসেছিলেন তিনি। পুরো ম্যারাথনটা দৌড়েছেন, ফিনিশ লাইন পেরিয়েছেন। তাঁর পরেই ঢলে পড়েছেন মৃত্যুর কোলে।

প্রায় ৫০ বছর বয়সী এই দৌড়বিদ ২১ কিলোমিটার দৌড় শেষ করে ফিনিশ লাইনে পৌঁছে দুই আঙ্গুল উঁচিয়ে বিজয়ের আনন্দও প্রকাশ করেছিলেন। কিন্তু সেখানেই মারা যান তিনি।

হঠাৎ করে হৃদরোগ কেড়ে নেয় তাঁর প্রাণ।

পুলিশ ও আয়োজনকরা জানান, ফিনিশিং লাইনে পৌঁছানোর পরপরই মাটিতে লুটিয়ে পড়েন জামিল। দ্রুত হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে টিম চট্টগ্রাম নামে একটি সংগঠন। সেখানে ফিনিশ লাইন পেরুনো টুকু জামিলের হঠাৎ মৃত্যু দৌড়বিদদের মধ্যে ফেলে দিয়েছে শোকের ছায়া।

দৌড়বিদ ইমন আহমেদ আইনিউজকে বলেন, টুকু জামিল ছিলেন একজন প্রাণবন্ত মানুষ। সহকর্মী দৌরবিদদের সবসময় উজ্জীবিত করে রাখতেন। ছিলেন রসিক মানুষ। তিনি দৌড়বিদদের অনুপ্রেরণা। বুদ্ধি পরামর্শের পাশাপাশি আর্থিকভাবেও অনেক দৌড়বিদদের সহযোগিতা করে গেছেন টকু জামিল। তাঁর এই মহৎ কাজের উদাহরণ হিসেবে নরসিংদীর দৌড়বিদ সাব্বির ভূঁইয়া এবং মৌলভীবাজারের দৌড়বিদ আশরাফুল আলম কাশেমের নাম উল্লেখ করা যায়।

নগরীর পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘দৌড়ে এসে শেষপর্যায়ে উনি (টুকু জামিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে উনাকে নেভি হাসপাতালে নেওয়া হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে উনাকে মৃত ঘোষণা করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, উনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।’

টুকু জামিল ছিলেন পটুয়াখালীর দৌড়বিদদের সংগঠন 'টিম পটুয়াখালী'র প্রতিষ্ঠাতা। এছাড়াও সারাদেশের দৌড়বিদদের মধ্যে ছিলেন বেশ জনপ্রিয়।

আইনিউজ/এসডি

আইনিউজে দেখুন ভিডিও খবর

চায়ের দেশ মৌলভীবাজারে হাফ ম্যারাথন

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ