Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৯, ১১ জানুয়ারি ২০২২

ঠাকুরগাঁওয়ে ভারতীয় নাগরিকসহ আটক ১০, অস্ত্র-গুলি-ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় নাগরিকসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও কাপড় উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিবুল হক প্রধান।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন সীমান্ত এলাকায় যায় পুলিশ। অপরিচিত একটি মাইক্রোবাস দেখে তাদের থামতে বলা হলে, না থেমে মাইক্রোবাসসহ তারা পালিয়ে যায়।

আরও পড়ুন- সড়ক দুর্ঘটনায় আহত সাংসদ দবিরুল ইসলাম

পুলিশ মাইক্রেটিকে ধাওয়া করে আটোয়ারী উপজেলার লক্ষিথান এলাকায় বিদ্যা মোহনের সিংহ বাড়ির কাছে মাইক্রোবাসটি থামালে পুলিশকে লক্ষ্য করে মাইক্রেবাসে থাকা দুর্বৃত্তরা গুলি বর্ষণ করলে পুলিশও পাল্টা ৬ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। একপর্যায়ে একজন ভারতীয় নাগরিকসহ ১০ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। 

এ সময় তাদের সাথে থাকা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ভারতীয় নাগরিক গফুর আলম(২৫)।তিনি ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার নান্দাই গ্রামের জালালের ছেলে।

আরও পড়ুন- শামীম ওসমান মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে : আইভী

অন্য আসামিরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউপির বাসিন্দা দেলোয়ার হোসেন (২৮)পিতা খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক (২৩) পিতা সলেমান আলি, বিকাশ পাল (৩৫) পিতা দিপেন পাল, জাকির হোসেন (২৫) পিতা রফিকুল ইস., হজরত আলী (২৭) পিতা কাশেম আলী, মনিরুল ইস. (৩২) পিতা মৃত শুকুদ্দী, বিষ্ণু পাল (২৯) পিতা কারবারু। একই উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাসিন্দা নাসিরুল ইসলাম (২৪) পিতা সামসুর রহমান, পশিরুল ইস. (২৮) পিতা মৃত ধন মোহাম্মদ। এছাড়াও পলাতক ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, আসামীদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কন্ট্রোল অফ এন্ট্রিসহ মোট ৩টি মামলা দায়েরভুক্ত করে আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ