Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আইনিউজ

প্রকাশিত: ০৯:০৩, ৩০ জানুয়ারি ২০২২

সড়ক দূর্ঘটনায় হতাহতের উদ্ধারে গিয়ে বাসচাপা, নিহত বেড়ে ৫

মাদারীপুরের শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হন। তাদের উদ্ধার করতে গিয়ে আরেকটি বাসচাপায় প্রাণ হারান স্থানীয় আরও তিন জন; আহত হন একজন।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাজী শরিয়তউল্লাহ সেতুর কাছে শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয় গ্রামীণ পরিবহনের একটি বাস। এতে নিহত হন প্রাইভেটকারে থাকা এক ব্যক্তি।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করছিল। এ সময় ঢাকাগামী আরেকটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

উদ্ধার করতে গিয়ে যারা মারা গেছেন তারা হলেন, বাঁচামারা এলাকার ৫৮ বছরের মোস্তফা শিকদার, ৪০ বছরের রোকেয়া বেগম এবং ২৬ বছরের লিটু হোসেন।

প্রাইভেটকারের আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয়েছে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের একজন সেখানে মারা যান। তার নাম মোফাজ্জেল হোসেন খান, বাড়ি শিবচরের বাঁচামারা এলাকায়।

বাকি তিনজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও জানান, গ্রামীন পরিবহনের বাসটি আটক করা হলেও, পরে চাপা দেয়া বাসটিকে আটকানো যায়নি।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও 

চলচ্চিত্র ইতিহাসে এমন পরিচ্ছন্ন নির্বাচন কেউ দেখেনি: জায়েদ খান

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ