Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

রাণীশংকৈল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৭, ৩০ জানুয়ারি ২০২২
আপডেট: ২১:০৫, ৩০ জানুয়ারি ২০২২

রাণীশংকৈলে ১৭ বীরাঙ্গনাকে শীতবস্ত্র প্রদান

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ১৭ জন বীরাঙ্গনাকে শীতবস্ত্র দিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও জেলা পরিবার ও পরিকল্পনার ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা.নাসিমা আক্তার জাহান। 

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে পৌরশহরের নিজ বাসায় তারা বীরাঙ্গনাদের হাতে শীতবস্ত্র হিসেবে একটি করে উন্নত মানের কম্বল তুলে দেন। সেইসাথে বীরাঙ্গনাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন। 

এ সময় সেখানে বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বিটিভি জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, এশিয়ান টিভি প্রতিনিধি আশরাফুল আলম, দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- শ্রীমঙ্গলে বিষপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ডা. নাসিমা বলেন মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সেনাদের অত্যাচার নির্যাতন সহ্য করে যারা এদেশের মানুষের জন্য স্বাধীনতা এনে দিয়েছে তারা কোনভাবেই সমাজের ছিন্নমূল মানুষের মতো জীবন যাপন করতে পারে না। তাদের পাশে আমি সর্বদা আছি। ভাইস-চেয়ারম্যান শেফালীর সহায়তায় ১৭ জন বীরাঙ্গনাকে শীতবস্ত্র উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি । 

আরও পড়ুন- মৌলভীবাজারের মেয়রের পিতা আব্দুল হাই আর নেই

এ বিষয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম বলেন , আমি আমার সবটুকু দিয়ে বীরাঙ্গনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রথম থেকেই তাদের খুঁজে বের করে তাদের তালিকাভুক্ত করেছি।  তাদের বিভিন্ন সময় সব ধরনের সহযোগিতা করেছি।  তাদের জীবনের ইতিহাস শুনেছি এবং সরকারের সব ধরনের সহযোগিতা পাওয়ার বিষয়ে কাজ করে যাচ্ছি । আমি তাদের প্রাপ্য সম্মানটুকু দিয়ে যেতে চাই এবং তাদের জীবনের ইতিহাস শুনে একটি বই প্রকাশ করতে চাই । আমি ইতোমধ্যে ডা. নাসিমা আপার সাথে কথা বলেছি এবং তিনি বই প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করেছেন খুব শীঘ্রই তাদেরকে নিয়ে বই প্রকাশ করা হবে। 

শীতবস্ত্র পেয়ে বীরাঙ্গনারা ডা. নাসিমা ও ভাইস চেয়ারম্যান শেফালী বেগমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ