Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ৫ নভেম্বর ২০২৩

পাওনা টাকা ফেরত চাওয়ায় বৃদ্ধকে পি*টিয়ে আ*হত

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি ইউনিয়নের গোয়ালিয়ার পাড় নামক স্থানে বাকীর টাকা চাওয়ায় আব্দুল খালেক বেপারী (৭৫) নামের এক বৃদ্ধ চা দোকানীকে পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে। গুরুতর আ*হত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ব্যপারে শনিবার (৪ নভেম্বর) রাতে বানারীপাড়া থানায় দুই সহোদর মো. রবিউল ইসলাম ও মো. শরীফকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের গোয়ালিয়ার পাড় নামক স্থানে বৃদ্ধ আ. খালেক বেপারীর ছোট একটি চায়ের দোকান রয়েছে। একই এলাকার শাহজাহান বেপারীর ছেলে রবিউল বিভিন্ন সময় চায়ের দোকান থেকে বাকীতে ২ হাজার ২৮০ টাকার খাবার খান। দীর্ঘদিনেও পাওনা টাকা পরিশোধ না করে রবিউল দোকানী খালেক বেপারীর সাথে তালবাহানা করতে থাকেন। 

ঘটনার দিন (শনিবার) সকাল ১০ টার দিকে রবিউলের বাড়িতে টাকা চাইতে গেলে তিনি ওই দোকানীকে অকথ্য ভাষায় গালাগালা করে পাওনা টাকা দেবেন না বলে সাফ জানিয়ে দেয়। এসময় তাদের দু’জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দোকানী আ. খালেককে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে রক্তা*ক্ত করে রবিউল ও তার ভাই শরীফ। এসময় খালেক বেপারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে উদ্ধার করতে গেলে তাদের সামনে পরবর্তীতে তাকে ( আ. খালেককে ) খু*নের হু*মকি দেওয়া হয়। পরে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ ঘটনায় আ. খালেক বেপারী বাদী হয়ে রবিউল ও তার সহোদর শরীফকে আসামী করে বানারীপাড়া থানায় পি*টিয়ে আ*হত করা ও হ*ত্যার হুমকি দেওয়ার কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ