Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

হুমায়ুন কবির, রাণীশংকৈল ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৬:১২, ১ জানুয়ারি ২০২৪

রাণীশংকৈলে প্রথম পর্যায়ে নতুন বই পেল ৩৭ হাজার শিক্ষার্থী

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ৩৭ হাজার ৫৮০ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে। 

আজ সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় রাণীশংকৈল মডেল ও ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ‘বই বিতরণ উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়। 

বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম রায়,জাহিদ হোসেন, সীমান্ত বসাক, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, অভিভাবক গোলাম সারওয়ার বিপ্লবসহ শিক্ষক, বিভিন্ন  শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। 

উপজেলা শিক্ষা বিভাগ সূত্র জানিয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫৬টি, বেসরকারি ৩২ টি, এনজিও পরিচালিত স্কুল ৩ টি ও শিশুকল্যাণ স্কুল ১ টিসহ মোট ২৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৭ হাজার ৫ শত ৮০ জন শিক্ষার্থীকে ১ লাখ ৪৯ হাজার ৪৩০ টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়। 

অপরদিকে একইদিনে উপজেলার মাধ্যমিক স্তরের সকল স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ