Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২১

রোববার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

স্থগিত পরীক্ষাগুলো নেয়ার দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তাদের মধ্যে ১০ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আলটিমেটাম দিয়ে রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শাহবাগে ঘোষিত কর্মসূচিতে কয়েক দফা পুলিশের বাধা পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে স্থগিতের ঘোষণা দেয় তারা।

কর্মসূচি শুরুর আগে ও আন্দোলন চলাকালে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক পুলিশ। আগামী রোববারের মধ্যে এসব শিক্ষার্থীর মুক্তি ও পরীক্ষার স্থগিতাদেশ বাতিল না করলে আন্দোলনকারী শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, শাহবাগ অনেক ব্যস্ত একটা জায়গা। অনেক হাসপাতাল রয়েছে। জনদুর্ভোগ এড়াতে এ রাস্তায় যান-চলাচল নির্বিঘ্ন রাখতে চেষ্টা করি। শিক্ষার্থীদের উঠে যেতে বলেছি। তাদের কিছু বলার থাকলে প্রেসক্লাবে গিয়ে বলবেন।

আটককৃতদের ব্যাপারে রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘তারা আসলেই শিক্ষার্থী কিনা আমাদের সন্দেহ। আমাদের কাছে খবর এসেছে এরা অনুপ্রবেশকারী। আমরা যাচাই-বাছাই করে তাদের ছেড়ে দেব।’

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ১০

 

Green Tea
সর্বশেষ