Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০০, ২৭ ফেব্রুয়ারি ২০২১

রমজানে চলবে স্কুল-কলেজের ক্লাস, ছুটি শুধু ঈদে

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে দীর্ঘ এক বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের পাঠদান। এদিকে এপ্রিলের মাঝামাঝি শুরু হবে রোজা। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে রমজানেও স্কুল-কলেজের ক্লাস চলমান থাকবে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘রোজার ছুটি পুরো রোজায় থাকবে না। কারণ একটা বছর তো বন্ধই ছিল। আগে আমরা ছোট বেলায় যেমন দেখেছি, রোজার সময় কিন্তু আমরা ক্লাস করতাম। শুধু ঈদের সময় আমাদের একটা ছুটি থাকত। এবারো আমরা সে রকমই করব।’

দীপু মনি, ‘ছেলে-মেয়েরাও এক বছর বাড়িতে থাকতে থাকতে তো একটু হাঁপিয়ে উঠেছে। আমার মনে হয় না রোজার সময় স্কুলে আসতে ওদের কোনো আপত্তি হবে। শুধু ঈদের সময় কয়েক দিন ছুটি থাকবে।’

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যা কয়েক ধাপে বাড়িয়ে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায় কিনা- সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় সভায় বসে ৬ মন্ত্রণালয়। অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

খোলার পর যেভাবে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কর্মসূচি

৩০ মার্চ থেকে খুলছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান

Green Tea
সর্বশেষ