নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৪৯, ২ মে ২০২১
শিক্ষকদের ঈদ বোনাস ব্যাংকে, পাচ্ছেন মূল বেতনের ২৫ ভাগ

প্রতীকী ছবি
এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক এবং কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার (বোনাস) চেক ছাড়া হয়েছে। রোববার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।
তারা বলেন, আজই (রোববার) ৮টি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। ৮ মে পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা এ টাকা তুলতে পারবেন।
তবে করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষকরা ঈদের এই বোনাস ঠিক কতো পরিমানে পাবেন সেই বিষয়ে গুঞ্জন উঠেছিলো। জানা গেছে, শতভাগ বোনাসের বিষয়ে একধরণের প্রচারণা তৈরি হলেও এবারও শিক্ষকরা মূল বেতনের ২৫ ভাগ অর্থ বোনাস হিসেবে পাচ্ছেন। আর কর্মচারীরা পাচ্ছেন মূল বেতনের ৫০ ভাগ।
এদিকে করোনা পরিস্থিতিতে দেশের কৃষকদের বোরো ধান কেটে সহায়তা করতে শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)৷ পাশাপাশি শিক্ষার্থীদেরও এ কাজে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠান প্রধানরা অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববোধ সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত (স্কাউটস-রোভার স্কাউটস ইত্যাদি) শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে নির্দেশনায়। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক