খালেদুল হক, কুবি প্রতিনিধি
আপডেট: ১২:১৭, ১০ অক্টোবর ২০২১
আবারও ছিনতাইয়ের কবলে কুবি শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা ১২ তম ব্যাচের মোহাম্মদ সুমন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা ১২ তম ব্যাচের মোহাম্মদ সুমন নামের এক শিক্ষার্থী ছিনতাইয়ের কবলে পড়েছে। শুক্রবার (৮ অক্টোবর) রাত ৯টায় কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এছাড়াও বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই ছিনতাইয়ের কবলে পড়েন।
জরুরী প্রয়োজনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নুরজাহান হোটেলের সামনে অপেক্ষা করতে থাকেন সুমন। দীর্ঘক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করতে থাকলে হঠাৎ একটি মাইক্রোবাস আসে। মাইক্রোবাস চালক ভুক্তভোগী শিক্ষার্থীকে ঢাকা যাবে কিনা জিজ্ঞেস করলে সুমন তার কাছে ভাড়া জানতে চায়। মাইক্রোবাস চালক প্রথমে ৩০০ টাকা বললেও পরে ২৫০ টাকার বিনিময়ে সুমনসহ গাড়িতে থাকা ছয়জন ছদ্মবেশী যাত্রীকে নিয়ে গাড়িটি ছেড়ে দেন। গাড়িটি ছাড়ার কিছুক্ষণপর গাড়িতে থাকা ছদ্মবেশী যাত্রীরা সুমনের হাত পা বেধে ফেলে এবং সুমনের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগে থাকা ১০,০০০ টাকা তারা নিয়ে যায়। এরপরও তারা সুমনের কাছে একলক্ষটাকা মুক্তিপণ দাবি করে। সুমন তা দিতে অপারগতা জানালে ছিনতাইকারীরা তাকে মেরে ফেলার হুমকি দেয়।
এভাবে অনেকক্ষণ চলারপর সুমন তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইলে ছিনতাইকারীরা সুমনকে নুর জাহান হোটেলের কথা বলে বেলতলী বিশ্বরোড সংলগ্ন বিশ্ববিদ্যালয় গেইটের সামনে তার চোখে মরিচ দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল উদ্দিন বলেন, আমরা বিষয়টি সার্কেল এএসপিকে জানিয়েছি। অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি দেখা হচ্ছে।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবো।
উল্লেখ্য, এর আগেও বিশ্ববিদ্যালয় পরিবারের অনেকেই এই মহাসড়কে ছিনতাইয়ের শিকার হয়েছে। গত বছর পদুয়ার বাজার বিশ্ববিদ্যালয়ে ১৪ তম ব্যাচের আইসিটি বিভাগের সাকিউল ইসলাম নামের এক শিক্ষার্থী ছিনতাইকারীদের কবলে পরে মোবাইল মানিব্যাগ হারান। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় তা ফিরে পান।
আইনিউজ/খালেদুল হক/এসডি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩