বিশ্ববিদ্যায় প্রতিনিধি
আপডেট: ১৪:১৭, ১৫ নভেম্বর ২০২১
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা

আত্মহত্যা করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী। তার নাম চঞ্চল চক্রবর্তী। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মাধবপুর গ্রামে।
সোমবার (১৫ নভেম্বর) ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চঞ্চল চক্রবর্তী তার নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
আরও পড়তে পারেন- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : গণিত
এদিকে চঞ্চলের বাবা শিবপ্রদীপ কুমার চক্রবর্তী জানান ব্যক্তিগত হতাশার কারণেই চঞ্চল আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, রোববার (১৪ নভেম্বর) রাত ১২টায় খেলা দেখে চঞ্চল তার ছোটভাই চয়নকে নিয়ে ঘুমাতে যান। সকাল ৭টায় চয়ন উঠে দেখে চঞ্চল গলায় গামছাবাঁধা অবস্থায় ঝুলে আছেন।
আরও পড়তে পারেন- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : বাংলা
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর বলেন, ঘটনা জেনেছি। খুবই দুঃখজনক। চঞ্চলের এমন সিদ্ধান্তে আমরা শোকাহত। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের প্রতি এমন ভুল সিদ্ধান্ত গ্রহণ না করে সতর্ক থাকার অনুরোধ করছি।
এ বিষয়ে রসায়ন বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মো. আজহারুল আরাফাত বলেন, আমরা সকালে জানতে পেরেছি চঞ্চল গতকাল রাতে তার গ্রামের বাড়িতে আত্মহত্যা করেছে। তিনি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। যতটুকু জেনেছি নির্দিষ্ট সময়ের মধ্যে পাস করতে না পারায় তার মধ্যে হতাশা কাজ করেছিল। কারণ তার বন্ধু বান্ধব পাস করে বের হয়ে বিভিন্ন জায়গায় চাকরি করছে। তাই হতাশ হয়ে সে আত্মহত্যা করেছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
এসএসসি: সব প্রশ্ন কমন পড়েছে, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
কোথায় কত বাড়লো বাস ভাড়া
ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা