Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ১২ ডিসেম্বর ২০২১

দুই মাসেরও বেশি সময় ধরে প্রধ্যাক্ষ শুন্য কুবির নজরুল হল

দুই মাসের অধিক সময় পেরিয়ে গেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি। এতে হল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে ১৬০ জন আবাসিক শিক্ষার্থীকে।

জানা যায়, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট কাজী ওমর সিদ্দিকী রানা শিক্ষাছুটিতে থাকায় ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারি অধ্যাপক মো. এমদাদুল হককে দুই বছরের জন্য হল প্রাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর সেই দায়িত্ব শেষ হয়। কিন্তু নতুন করে এখনো কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

শিক্ষার্থীরা জানায়, গত ২৭ অক্টোবর ছাত্রাবাস খোলার পর বিশ্ববিদ্যালয়ের বাকি তিনটি হলে ডাইনিং চালু হলেও ডাইনিংয়ের জন্য পর্যাপ্ত জিনিসপত্র না থাকায় নজরুল হলে এখনো ডাইনিং চালু হয়নি। আর এসব জিনিসপত্রের ক্রয়ের জন্য হল প্রাধ্যক্ষের স্বাক্ষর প্রয়োজন হয়।

এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী ইয়াসিন খান ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা হলের প্রভোস্ট না থাকার বিষয়টা দুঃখজনক। প্রভোস্ট না থাকার জন্যই হলের নানা বিষয়ে আমাদের সমাধানে বেগ পেতে হয়। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে ডায়নিং চালু হলেও আমাদের হলে এখন পর্যন্ত চালু হয়নি। দ্রুত হলে প্রভোস্ট নিয়োগ দেয়ার দাবি জানান তিনি।

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট না থাকা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম খুলেছে মাত্র। বিষয়টা দেখছি। সবার সঙ্গে আলোচনা করে দ্রুত প্রভোস্ট নিয়োগ করা হবে।

আইনিউজ/খালেদুল হক/এসডি

আইনিউজে ভিডিও খবর-

বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

মৌলভীবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে : পরিকল্পনা মন্ত্রী

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সর্বশেষ