Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩২, ৩ জানুয়ারি ২০২২

কুবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২২ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৩ জানুয়ারী) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে লোক প্রশাসন এবং ফিন্যান্স বিভাগের খেলার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো.আবু তাহের এবং সভাপতি হিসেবে ছিলেন ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম।  

আরও পড়ুন- বিপ্লব, মুরাদের নেতৃত্বে কুবিসাসের নতুন কমিটি

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের  বলেন, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া পড়ালেখার পাশাপাশি খেলাধুলা  বিনোদনের একটা মাধ্যম। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় খেলাধুলায় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, খেলাধুলার উদ্দেশ্য হলো শরীর ও মন সুস্থ রাখা। আমি শারিরীক শিক্ষা বিভাগকে বলবো ভালো খেলে তাদেরকে বাছাই করে টিম গঠন করা। 

অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীবৃন্দ যেন খেলাধুলার বাইরে না থাকে সে জন্য আমরা শিক্ষার্থীদেরকে এবং সবগুলো হলে ক্রীড়া সামগ্রী দিয়েছি। আমরা প্রথম বারের মত মেয়েদের জন্য ভলিবল সংযোজন করেছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে আরও এগিয়ে যাবে এবং সফলতার স্বাক্ষর রাখবে।

আরও পড়ুন- কুবিসাসের নতুন কমিটির পুষ্পস্তবক অর্পণ 

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাইলফলক ছাড়িয়ে যাচ্ছে। খেলাধুলার দিকেও আমরা পিছিয়ে থাকবো না। আমি তোমাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রেখে যাচ্ছি। তোমাদেরকে ধৈর্যশীল এবং দায়িত্বশীল হতে হবে।

এসময় বিভিন্ন বিভাগের  শিক্ষক-শিক্ষার্থীসহ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনিউজ/খালেদুল হক/এসডিপি 

আইনিউজ ভিডিও 

বিপ্লব, মুরাদের নেতৃত্বে কুবিসাসের নতুন কমিটি

ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

Green Tea
সর্বশেষ