খালেদুল হক, কুবি প্রতিনিধি
আপডেট: ১৯:১৯, ৭ জানুয়ারি ২০২২
কুবিতে কক্সবাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কক্সবাজার স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১ নাম্বার কক্ষে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল মোস্তফার সঞ্চালনায় এবং মো. ওসমান ফারুকের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মইনুল হাসান, গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) কাজী এম আনিছুল ইসলাম, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, বৃহত্তর চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক এম.এ হালিম, সিনিয়র সহ সভাপতি ডা. টুন্টু চক্রবর্তী রুবেল, সহ-সভাপতি সুলতান মুহাম্মদ ইলিয়াছ শাহ, পাঠাগার বিষয়ক সম্পাদক সমীর বর্মন তপু।
আরও পড়ুন- বিপ্লব, মুরাদের নেতৃত্বে কুবিসাসের নতুন কমিটি
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতি নেতৃবৃন্দ সহ কক্সবাজার ওয়েলফার এসোসিয়েশনের নবীন সদস্যরা।
বিশেষ অতিথির বক্তব্যে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকের ছড়াছড়ি। মাদকের পাশে যাওয়া যাবে না এবং মাদকসেবী শিক্ষার্থী আছে। কখনো কোন মাদকসেবিকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না।
আরও পড়ুন- কুবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আহসান উল্লাহ বলেন, আজ বিশ্বায়নের যুগেও নিজেকে পিছিয়ে রাখা যাবে না। তোমাদের বাবা-মায়েরা অনেক আশা নিয়ে তোমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে সুতরাং পড়াশোনায় অবহেলা না করে নিজেদের গঠনের দিকে মনোযোগ দাও।পড়াশোনার পাশাপাশি আইসিটি ক্ষেত্রে দক্ষ হওয়া খুবই জরুরি।
আইনিউজ/খালেদুল হক/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে মশার `কামান`
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা