শাবিপ্রবি প্রতিনিধি
হল না ছেড়ে উপাচার্য অফিসে তালা দিলো শাবি শিক্ষার্থীরা

এবার উপাচার্যের অফিসে তালা ঝুলিয়ে দিলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনের দেওয়া হল ছাড়ার নিদর্শেনাকে প্রত্যাখান করে বরং উপাচার্যের অফিসে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি, শিক্ষাকদের বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার ত্যাগ করার জন্য বলেন তারা।
গতকাল শিক্ষার্থীদের উপর শাবি প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ সোমবার (১৭ জানুয়ারি) তারা এমন পদক্ষেপে নেয়। পাশাপাশি, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে শাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।
উল্লেখ্য, এর আগে সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের দায়িত্বপ্রাপ্ত হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজার বিভিন্ন অনিয়ম নিয়ে হলটির ছাত্রীরা করলে শাবি শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের উপর হামলা করে। প্রতিবাদে গতকাল (রবিবার) ৮ টায়, শাবির সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
আরও পড়ুন- উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল শাবিপ্রবি
পরে, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস আন্দোলনকারী ছাত্রীদের কাছে এক সপ্তাহ সময় চান। কিন্তু ভুক্তভোগী ছাত্রীরা তাকে বলেন, এখনই গালিগালাজকারী প্রভোস্টকে পদত্যাগ করতে হবে। এছাড়া, প্রশাসনের সামনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচার চান তারা।
এসময়ে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বের হলে আন্দোলনকারী ছাত্রীরা তার পথরোধ করে। একপর্যায়ে, তিনি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিল্ডিংয়ের মধ্যে অবস্থান নেন।
আরও পড়ুন- এবার শাবি প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিলো মিসবাহ উদ্দিন সিরাজ
এক পর্যায়ে, সন্ধ্যা ৬টার দিকে পুলিশ এসে রবার বুলেট শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে শাবি ভিসিকে উদ্ধার করে। পুলিশের এ গুলিবর্ষণ ও লাঠিচার্জে প্রায় অর্ধশত আহত হয়েছেন বলে জানা যায়।
এদিকে, গতকাল সন্ধ্যায় এক নির্দেশনার মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য ক্লাস, পরীক্ষা বন্ধ ঘোষণা করা করে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় শাবি প্রশাসন। কিন্তু, প্রশাসনের এ নির্দেশনাকে প্রত্যাখান করে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আজ সকাল হতে আন্দোলন নামে শাবি শিক্ষার্থীরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আইনিউজ/জিএম ইমরান/এসডিপি
আইনিউজ ভিডিও
বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা