শাবি প্রতিনিধি
আপডেট: ২১:৫৬, ২১ জানুয়ারি ২০২২
আলোচনার ক্ষেত্র পাল্টালেন শাবির আন্দোলনকারীরা, ঢাকা যাবেন না

বক্তব্যরত শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা
আলোচনার ক্ষেত্র পরিবর্তন করে অনলাইন আলোচনায় জোর দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তারা বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় বসতে আগ্রহী। যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী অসুস্থ সেহেতু আমরা তাদের রেখে ঢাকায় যেতে পারি না৷ আমরা আশা করবো শিক্ষামন্ত্রী আমাদের এখানে আসবেন এবং বর্তমান পরিস্থিতি তিনি দেখবেন এবং আলোচনা করবেন।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষার্থীদের বলেন, শিক্ষামন্ত্রী আপনাদের এখানে আসতে চাচ্ছেন তবে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দুই একদিনের মধ্যে আসতে পারছেন না। কিন্তু তিনি আসার ইচ্ছা ব্যতয় করেছেন। তবে তিনি শিক্ষার্থীরা যতজন চায় তারা ঢাকায় আলোচনায় বসতে পারবেন বলে জানিয়েছেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের অনশনকারীরা অনেকেই অনেক বেশি অসুস্থ। এজন্য আমরা চাই খুব দ্রুত সমাধান হোক। পাশাপাশি, আমাদের অনশনকারীরা অনেকেই এখন আলোচনায় বসতে চান। তবে এমত অবস্থায়, তাদের ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব নয়।এজন্য, আমরা অনলাইনে আলোচনায় বসতে চাচ্ছি।
এসময় শফিউল আলম বলেন, আসলে অনলাইনে আলোচনার সব বিষয় ভালোভাবে তুলে ধরা যায় না। সামনাসামনি অনেক বিষয় উঠে আসে এজন্য তিনি সামনাসামনি বসতে চাচ্ছেন। তাছাড়া, যেসকল অনশনকারী আলোচনায় বসতে চান তাদেরকে অনলাইনে সংযুক্ত করা যাবে।
তবে সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী যায়ী ঢাকা না যেয়ে শিক্ষামন্ত্রীকে সিলেটে আসার অনুরোধ করেন। আর সেটা সম্ভব না হলে একমাত্র অনলাইনে আলোচনায় বসবেন তারা।
আইনিউজ/জিএমইমরান/এমজিএম
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা