Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩২, ২৯ নভেম্বর ২০২৩
আপডেট: ১৭:০১, ৩০ নভেম্বর ২০২৩

সিন্যাপ্স র‌্যাংকিং: বুয়েটকে পিছনে ফেলে দ্বিতীয় শাবিপ্রবি 

জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্সের প্রকাশিত র‌্যাংকিং এ বুয়েটকে পিছনে ফেলে দ্বিতীয় অবস্থানে আছে উত্তর পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপিঠ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। র‌্যাংকিংয়ে প্রথমে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। 

সম্প্রতি সিন্যাপ্সের প্রকাশিত ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। যেখানে দেখা যায় দেশের ১৪৬টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০-এ একটি বেসরকারি ও একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ছাড়াও আছে আরও ৮টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়

সিন্যাপ্সের তথ্য মতে, শাবিপ্রবি এবার ১৭ ধাপ এগিয়ে ৩৬৩১ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩১ধাপ এগিয়ে ৩৯৯৯ রেটিং নিয়ে প্রথম অবস্থানে আছে। 

র‌্যাংকিংয়ের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় দিনদিন আধুনিকতা, ডিজিটাল ব্যবস্থাপনার দিকে ধাবিত হচ্ছে।এখন শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়কে নিজের মধ্যে লালন করে। যার ফলস্বরূপ  বিশ্ববিদ্যালয়ের এমন অগ্রগতি সম্ভব হচ্ছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়