শাবিপ্রবি প্রতিনিধি
তিন ক্যাটাগরিতে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির গবেষকরা
তিন ক্যাটাগরিতে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির গবেষকরা। ছবি- আই নিউজ
গবেষণায় বিশেষ অবদানের জন্য ৩টি ক্যাটাগরিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ১৭জন গবেষককে ডিন’স অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করেছে।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ওই অনুষদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গবেষকদের হাতে ডিন’স অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের তথ্য মতে, ক্যাটাগরি-২, ৩ ও ৪ এই তিনটি ক্যাটাগরিতে ১৭ জন গবেষককে যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ক্যাটাগরি-১ এ কেউ আবেদন করেননি বলে জানা যায়। ক্যাটাগরি-২ থেকে ৫ জন, ক্যাটাগরি-৩ থেকে ৭ জন ও ক্যাটাগরি-৪ থেকে ৫ জনসহ তিনটি ক্যাটাগরিতে মোট ১৭ জন গবেষক এই অ্যাওয়ার্ড প্রাপ্ত হন।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলামের সঞ্চালনায় ও অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
অ্যাওয়ার্ড প্রাপ্ত গবেষকরা হলেন, ক্যাটারি-২ এর সুপারভাইজার অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম ও অধ্যাপক মো. শহিদুর রহমান প্রধান লেখক সাদিয়া সুলতানা, সহ লেখক মো. জাফর ইকবাল ও মো. মিজানুর রহমান। ক্যাটারি-৩ এর সুপারভাইজার অধ্যাপক ড.মো. মোজাম্মেল হক, প্রধান লেখক মোহাম্মদ রোজলান হাবিব, সহ লেখক জামিল কবির, শিরিন আক্তার, এম সাইফুর রহমান, ইয়াসমিন নাহার জলি ও জেনি মুর। ক্যাটাগরি -৪ এর সুপারভাইজার ও প্রধান লেখক অধ্যাপক ড. আহমেদ সায়েম, সুপারভাইজার অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান, সহ-লেখক প্রনব কুমার বিশ্বাস, লুকা রুমলি ও মিছেলা ডাল্লা মোরা।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া