Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৮, ১১ ডিসেম্বর ২০২৩

শাবিপ্রবি বন্ধুসভার আয়োজনে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে ৬০টি শীতের কম্বল বিতরণ করা হয়।

চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে ৬০টি শীতের কম্বল বিতরণ করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভা কর্তৃক সিলেটের লাক্কাতুরা চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে ৬০টি শীতের কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় এরিয়ায় আরো ১০টি পরিবারের কাছে ১০টি কম্বল বিতরণ করা হবে বলে জানান তারা।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে সংগঠনটির সাধরণ সম্পাদক আরাফাত ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্ঠা ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রি শেখর রায়, বন্ধুসভার সাবেক সভাপতি মাইদুল ইসলাম মুরাদ, সাকিব শাহরিয়ারসহ সংগঠনের বর্তমান নেতাকর্মীরা।

শীতবস্ত্র বিতরণকালে ড. অধ্যাপক হিমাদ্রি শেখর রায় বলেন, শিক্ষা শুধুমাত্র একাডেমিক সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ নয়। পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশ ও মানুষের জন্য কিছু করার মাধ্যমেই শিক্ষার আদর্শ প্রতিফলন ঘটে। শাবিপ্রবি বন্ধুসভা কর্তৃক মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টার মাধ্যমে মনুষ্যত্ব ও মানবিকতার উজ্জ্বল প্রতিফলন ঘটেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়