Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ১ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৫২, ১ ডিসেম্বর ২০২০

কংগ্রেস ছেড়ে শিবসেনায় বলিউড অভিনেত্রী ঊর্মিলা

শিবসেনায় যোগ দিলেন ঊর্মিলা

শিবসেনায় যোগ দিলেন ঊর্মিলা

বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। ২০১৯ সালে কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। যদিও বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে পরাজিত হন অভিনেত্রী।

এদিকে আবারো রাজনীতিতে যোগ দিলেন এই অভিনেত্রী। তবে এবার শিবসেনার হাত ধরে মাঠে নামলেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভারতের বান্দ্রায় উদ্ধব ঠাকরের বাসভবনে দলে যোগ দিলেন তিনি। 

পিটিআই সূত্রে জানা গেছে, ঊর্মিলা রাজ্যপালের কোটায় বিধান পরিষদের সদস্যপদ পেতে চলেছেন। শিবসেনা জোটের মহা বিকাশ আগাড়ি, কংগ্রেস এবং শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ঊর্মিলা-সহ আরও ১১ জনের নাম মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারির কাছে পাঠিয়েছে। রাজ্যপাল যদিও এখনও এই ১২টি নামের তালিকা মঞ্জুর করেননি।

২০১৯ সালে নির্বাচনে হারার পর বেশি দিন কংগ্রেসের সঙ্গে থাকেননি ঊর্মিলা। মাত্র পাঁচ মাস পরেই দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করেন তিনি। তিনি দাবি করেছিলেন, দলের বৃহত্তম স্বার্থের পরিবর্তে ক্ষুদ্র স্বার্থে তাকে ব্যবহার করা হচ্ছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ