Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ২০:৫৯, ১০ এপ্রিল ২০২১

দেশের জন্য বিশ্বসুন্দরীর ক্রাউন আনতে চান মিথিলা

তানজিয়া জামান মিথিলা

তানজিয়া জামান মিথিলা

মিস ইউনিভার্স হওয়ার ক্ষেত্রে বিশ্ব সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতা করবেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। মূল প্রতিযোগিতায় অংশ নিতে মে মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। 

এ ব্যাপারে মিথিলা সাংবাদিকদের বলেন, ‘আমি ক্রাউন নিয়ে আসতে চাই। এই প্রতিযোগিতার নাম্বার ওয়ান হয়ে দেশে ফিরতে চাই। এই মুহূর্তে এটাই আমার স্বপ্ন।’

ওয়েবসাইটের প্রতিযোগী বিভাগে মিথিলা তার ছবিতে ক্লিক করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, “প্রতিযোগিতায় অংশ নিতে মে মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মিথিলা। তার জন্য ভিসার প্রক্রিয়া চলছে। তার ন্যাশনাল কস্টিউমের কাজ হচ্ছে। পাশাপাশি গ্রুমিংও চলছে। ‘বিউটিফুল বাংলাদেশ’ শিরোনামে একটি ভিডিও করার কথা রয়েছে, সেটির কাজও আগামী তিনদিনের মধ্যে সম্পন্ন হবে।”

আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ৬৯তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন উদ্বোধন করা হবে।

২০২১ সালের প্রতিযোগিতার আয়োজন করা হলেও এটি ছিল ২০২০ সালের প্রতিযোগিতা; ফলে ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত এ হিসাব করা হয়েছে বলে জানান শফিকুল।

প্রায় দশ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন মাগুরার মেয়ে মিথিলা; যিনি আগে থেকেই মডেল হিসেবে পরিচিত। মডেলিংয়ের পাশাপাশি ‘রোহিঙ্গা’ নামে বলিউডের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়