Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:০৯, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:২৮, ১৭ এপ্রিল ২০২১

করোনামুক্ত হলেন ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

করোনামুক্ত হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের এই সুখবর দিয়েছেন অভিনেত্রী নিজেই।

শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা ক্যাপশনে লেখেন, “নেগেটিভ। যারা আমার খোঁজ নিয়েছেন ধন্যবাদ। বিষয়টি অনেক ভালো লেগেছে।” 

ক্যাটরিনা করোনা পজিটিভের কথা জানা গিয়েছিল গত ৬ এপ্রিল। সেসময় ক্যাটরিনা জানান, কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সঙ্গে সঙ্গেই নিজেকে সবার কাছে থেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেনটাইনে আছি। চিকিৎসকের পরামর্শে সকল নিয়ম মেনে চলছি। আমার সংস্পর্শে যারা এসেছেন সকলকে বলব, দ্রুত পরীক্ষা করান। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।

উল্লেখ্য, ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন তিনি। এ ছাড়া ‘ফোন ভূত’ সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান কাট্টারের সঙ্গে দেখা যাবে তাকে। পাশাপাশি ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন ক্যাটরিনা।

আইনিউজ/এসডিপি

করোনায় আক্রান্ত সোনু সুদ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়