Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২২

একুশে ফেব্রুয়ারিতে বিটিভির নানা আয়োজন

২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে কিছু বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। সকাল ৬টায় সরাসরি সম্প্রচারিত হবে প্রভাতফেরির অনুষ্ঠান।

বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এই অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

আরও পড়ুন- কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী 

আরও প্রচারিত হবে বাংলাভাষায় বিদেশীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান, বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, শিল্প-সাহিত্য ও শিশুতোষ অনুষ্ঠান, ভাষার গান নিয়ে অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ‘স্বজনের কথা’, আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপর বিশেষ অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন, ‘একুশ মানে মাথা নত না করা’, ‘কথা সাহিত্যে অমর একুশে’ এবং বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আমার বর্ণমালা’।

আরও পড়ুন- ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

এছাড়া একুশে ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে বিশেষ নাটক ‘ভাষাতেই শক্তি’। সৈয়দ মনজুরুল ইসলামের রচনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির আহম্মেদ, আইনুন নাহার পুতুল, দিলরুবা হোসেন দোয়েল, হাফিজুর রহমান, সাজ্জাদুল ইসলাম, রেজওয়ান পারভেজ, তানিয়া চৌধুরী, তারিকুজ্জামান, মনিকা, খালিদ আহমেদ, সুমনা আক্তার প্রমুখ। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়