আপডেট: ১৬:২০, ১০ সেপ্টেম্বর ২০১৯
মরা গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে ধরা
আইনিউজ ডেস্ক:
রাজশাহীর চারঘাটে মরা গরুর মাংস বিক্রির দায়ে তঞ্জু নামের এক কষাইকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক। মঙ্গলবার সকালে চারঘাট বাজারের গোস্তহাটায় ভ্রাম্যমান আদালত চালিয়ে এ রায় দেন তিনি।
কারাদণ্ডপ্রাপ্ত কষাই তঞ্জু উপজেলার অনুপমপুর গ্রামের মোশারফ হোসেন পলানের ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাশের বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বলিহার গ্রামের জনৈক বাদশা নামের এক ব্যাক্তির কাছ থেকে রোগাক্রান্ত একটি গরু ক্রয় করে তঞ্জু কষাই। এরপর গরুটি মারা গেলে দ্রুত গরুটি জবাই করে। সেই মরা গরুর গোস্ত চারঘাট বাজারে বিক্রি করছে।
তিনি বলেন, এমন সংবাদ পেয়ে থানা পুলিশকে সঙ্গে নিয়ে বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২২ কেজি পচা মাংসসহ তঞ্জু কষাইকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের সামনে তঞ্জু তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পরে জব্দকৃত মাংসগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয়।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের