Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬,   মাঘ ২ ১৪৩২

রুপম আচার্য্য

প্রকাশিত: ১৪:৪০, ১১ জানুয়ারি ২০২৬

হলুদের মোহে নারী: পছন্দের শীর্ষে সরিষা ফুল

ছবির মডেল: স্নেহা, স্বর্নালী, ভূমি। ছবি: আই নিউজ

ছবির মডেল: স্নেহা, স্বর্নালী, ভূমি। ছবি: আই নিউজ

হলুদে মোড়া প্রান্তর, নরম বাতাসে দোল খাওয়া সরিষা ফুল শীত শেষে বসন্তের আগমনী বার্তা যেন বহন করে আনে প্রকৃতির এই অনন্য সৌন্দর্য। প্রতি বছর শীতের শেষে গ্রামবাংলার মাঠে মাঠে ফুটে ওঠা সরিষা ফুল শুধু কৃষিজ অর্থনীতির অংশই নয়, নারীদের আবেগ, রুচি ও নান্দনিকতার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।

শহরের কোলাহল ছেড়ে গ্রামের খোলা প্রান্তরে ছড়িয়ে থাকা সরিষা ফুলের সৌন্দর্য নারীদের বিশেষভাবে আকর্ষণ করে। হলুদ রঙের সরলতা, প্রাকৃতিক সুবাস আর অফুরন্ত আলো সব মিলিয়ে সরিষা ফুল নারীদের কাছে হয়ে ওঠে প্রশান্তির প্রতীক। অনেক নারী বলেন, সরিষা ফুলের মাঠে দাঁড়ালে মনের ভেতর জমে থাকা ক্লান্তি যেন নিমেষেই উধাও হয়ে যায়।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরিষা ফুলের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। নারীরা সরিষা ক্ষেতের ভেতরে দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও বানাচ্ছেন, গল্প ও অনুভূতি ভাগ করে নিচ্ছেন। শাড়ি কিংবা হালকা রঙের পোশাকে সরিষা ফুলের পটভূমিতে তোলা ছবি যেন নারীর স্বাভাবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে।

শুধু সৌন্দর্যই নয়, সরিষা ফুল নারীদের কাছে একধরনের আবেগী স্মৃতির নামও। শৈশবের গ্রামীণ জীবন, নানাবাড়ির উঠোন, শীতের সকালের রোদ মিলিয়ে সরিষা ফুল যেন বহু নারীর স্মৃতির অ্যালবামের এক উজ্জ্বল অধ্যায়। কেউ কেউ বলেন, সরিষা ফুল দেখলেই মনে পড়ে মায়ের হাত ধরে মাঠে যাওয়ার দিনগুলোর কথা।

সংস্কৃতি ও সাহিত্যে সরিষা ফুলের উপস্থিতিও নারীদের আকর্ষণ বাড়িয়েছে। কবিতা, গান কিংবা গল্পে বারবার উঠে এসেছে সরিষা ফুলের রূপ-রঙ আর অনুভব। এই ফুল নারীদের কাছে শুধু একটি ঋতুভিত্তিক উদ্ভিদ নয়; বরং ভালো লাগা, ভালোবাসা ও প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক অনন্য মাধ্যম।

সব মিলিয়ে বলা যায়, সরিষা ফুল আজ নারীদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে তার সরল সৌন্দর্য, আবেগঘন স্মৃতি আর মানসিক প্রশান্তির কারণে। প্রকৃতির এই হলুদ বিস্তার যেন প্রতি বছর নতুন করে নারীদের মন জুড়ে বসে নীরবে, নিঃশব্দে, অথচ গভীর ভালোবাসায়।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়