Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২০

ভারতীয় সেনা নিহত, অফিসারসহ আহত ২

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি বাহিনীর গোলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন এক অফিসারসহ আরও দুজন।

মঙ্গলবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় এই গোলাবর্ষণের ঘটনা ঘটে বলে জানায় এই সময়।

সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে প্রথমে অফিসারসহ তিন সেনা জওয়ানের আহত হওয়ার কথা জানানো হয়। পরে রাতের দিকে আহত এক জওয়ান হাসপাতালে চিকিত্‍‌সাধীন অবস্থায় মারা যান।

ভারতীয় সেনা সূত্রের দাবি, এদিন রাজৌরির সুন্দরবনি সেক্টরে গোলাগুলি শুরু করে পাকিস্তান। ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি করার পাশাপাশি মর্টারশেলও ছোড়া হয়।

এতে এক অফিসারসহ তিনজন আহত হন। পরে এক জওয়ানের মৃত্যু হয়। বাকি দুজন এখনো সেনা হাসপাতালে চিকিত্‍‌সাধীন রয়েছেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানি গোলায় জম্মু-কাশ্মীরে আট ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। এছাড়া জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে আহত হয়েছেন বিএসএফের আরও পাঁচ জওয়ান।

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক রাজ্যসভায় জানিয়েছেন, প্রতিটি ক্ষেত্রেই পাকিস্তানকে সংঘর্ষবিরতি লঙ্ঘনের যথাযথ, সমুচিত জবাব দিয়েছে ভারতীয় সেনা ও বিএসএফ।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়