Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৩ ১৪৩২

প্রকাশিত: ০৮:৪৮, ৩০ আগস্ট ২০১৯
আপডেট: ০৮:৪৮, ৩০ আগস্ট ২০১৯

সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল।

শুক্রবার (৩০ আগস্ট) পৌনে ১১টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আফগান দল।

ভ্রমণ বিরতির পর অভ্যন্তরীণ টার্মিনাল থেকে নভোএয়ার এয়ারলাইনসযোগে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেয়ার কথা তাদের। সেখানে পৌঁছে তারা একদিনের বিশ্রামের পর অনুশীলন শুরু করবেন।

আগামী, ১ ও ২ সেপ্টেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে দুদিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন তারা। পরে ৫ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি হবে কাবুলিওয়ালাদের দল।

বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছবে জিম্বাবুয়ে। ১৩ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়