Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ২ মে ২০২১
আপডেট: ১৮:১০, ২ মে ২০২১

মমতার জয়: করোনাকালে বিজয় মিছিল না করতে বললেন দিদি

ফাইল ছবি

ফাইল ছবি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুই শতাধিক আসনে জয় পেয়ে টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়। অন্য দিকে এ বার বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকার ক্ষমতায় আসবে বলে দাবি করেছে গেরুয়া শিবির।

জয়ের প্রান্তলগ্নে পৌঁছে মমতা ব্যানার্জি তার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন বিজয় মিছিল বের না করার। করোনা পরিস্থিতিতে এ বিজয় মিছিল সংক্রমণের কারণ হতে পারে। 

এর আগে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামের মুকুট উঠেছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়। ১২০১ ভোটের ব্যবধানে শুভেন্দু অধিকারীকে হারিয়েছেন তিনি।

এর আগে ১৬তম রাউন্ডের গণনা শেষে ৬ ভোটে এগিয়ে ছিলেন মমতার দীর্ঘদিনের রাজনৈতিক শীষ্য শুভেন্দু অধিকারী। বিস্তারিত...

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, ২০১১ সালে মমতা যখন পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসেন সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল নন্দীগ্রাম। সে সময় মমতারই প্রার্থী শুভেন্দু অধিকারী এবার ছিলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী।

শুভেন্দু গত বছরের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। নন্দীগ্রামে শুভেন্দুকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে হারালেন মমতা। শুভেন্দুর চেয়ে এক হাজার ২০১ ভোট বেশি পেয়েছেন তিনি।

রোববার (২ মে) সকালে ভোট গণনার পর থেকেই নিজ আসনে মমতার হেরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু শেষমেশ জয় ছিনিয়ে নিলেন মমতা।

অভিনন্দনে ভাসছেন মমতা

মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়। এ উপলক্ষ্যে অভিনন্দন জানাতে শুরু করেছেন অন্য রাজের শীর্ষস্থানীয় রাজনীতিবিদেরা।

মমতাকে ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি প্রধান শরদ পাওয়ার, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি প্রমূখ। এছাড়াও তালিকায় আছেন আরও বিভিন্ন বলিউড স্টার, সেলিব্রেটি এবং বিখ্যাতরা। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়