Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ২৬ জানুয়ারি ২০২২
আপডেট: ১৫:৫২, ২৬ জানুয়ারি ২০২২

পদ্মশ্রী খেতাব প্রত্যাখ্যান করলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও বুদ্ধদেব ভট্টাচার্য

সন্ধ্যা মুখোপাধ্যায় ও বুদ্ধদেব ভট্টাচার্য

সন্ধ্যা মুখোপাধ্যায় ও বুদ্ধদেব ভট্টাচার্য

ভারত সরকারের দেওয়া পদ্মশ্রী খেতাব প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রবাদপ্রতিম গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এমনটাই জানিয়েছে। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীর বরাতে আনন্দবাজার জানায়, তিনি ভারত সরকারের দেওয়া এই সম্মান প্রত্যাখ্যান করেছেন।

পরে এক বিবৃতিতে বুদ্ধদেব বলেন, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’

এদিকে আধুনিক বাংলা গানের প্রবাদপ্রতিম শিল্পী সন্ধ্যা বলেছেন, ‘এভাবে কেউ পদ্মশ্রী দেয়? এরা জানে না আমি কে! নব্বই বছর বয়সে এসে আমায় পদ্মশ্রী নিতে হবে? আর ফোন করে বললেই চলে যাব আমি? শিল্পীদের কোনও সম্মান নেই?’

আরও পড়ুন- ‘‌‌‌‌‍শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজের প্রয়োজন নেই’

প্রতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে পদ্ম সম্মাননা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী- এই চার সম্মাননায় ভূষিত করা হয় বিভিন্ন অঙ্গনের কৃতি ব্যক্তিদের এই সম্মান দেওয়া হয়। এবারও ১২৮ জনের নাম ছিল এ তালিকায়।

পদ্ম-সম্মানের মধ্যে পদ্মশ্রীর অবস্থান চতুর্থ। তার উপরে পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং একেবারে উপরে আছে ভারতরত্ন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে লিখেছে, ‘বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ দিতে চাওয়া হয়েছিল সামাজিক ক্ষেত্রে তার কাজের জন্য। কিন্তু তিনি এই সম্মান প্রত্যাখ্যান করার ক্ষেত্রে কোনো কারণ দেখাননি। দলীয় সূত্র জানাচ্ছে, মতাদর্শগতভাবে বুদ্ধদেব বিজেপির তীব্র বিরোধী। তিনি কিছুদিন আগেও বিজেপির কড়া সমালোচনা করেছেন।

আরও পড়ুন- ৩৪ ভিসির পদত্যাগ দেখার খুবই শখ ড. জাফর ইকবালের

‘তাছাড়া সিপিএমও এই ধরনের পুরস্কার নেয়ার বিরোধী। এর আগে মনমোহন সিং সরকার জ্যোতি বসুকে ভারতরত্ন দিতে চেয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। দলও চায়নি।’

এর প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যা হয়েছে, তাতে রাজনীতি স্পষ্ট। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দিতে চাওয়া বাংলার অপমান, জাতীয় লজ্জা। বাংলার রশিদ খান পদ্মভূষণ পেলেও তাকে উত্তরপ্রদেশের মানুষ বলা হয়েছে। বাংলার অনেক গুণী মানুষ আছেন, তাদের দিল্লির মনে পড়ে না। তবে বাংলা কারো কাছে করুণা ভিক্ষা চায় না।’

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সর্বশেষ