Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ১৭ এপ্রিল ২০২২

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ফের ইসরায়েলি হামলা

আল-আকসা মসজিদের সামনে নিরাপত্তাবাহিনী। ছবি- আল জাজিরা

আল-আকসা মসজিদের সামনে নিরাপত্তাবাহিনী। ছবি- আল জাজিরা

অধিকৃত পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গত শুক্রবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় ভোরে 'তাণ্ডব' চালায় ইসরায়েলি বাহিনী। সেদিনের সহিংসতায় দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়। এর দুই দিন পর আজ রবিবার ফের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইসরায়েলি পুলিশ। 

স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে সিজিটিএন জানিয়েছে, রবিবার আল-আকসা মসজিদে আবার 'তাণ্ডব' চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

তবে পুলিশ বলছে, আল আকসা পরিদর্শনের জন্য ইহুদি দর্শনার্থী সেখানে আসার কিছুক্ষণ আগে শত শত ফিলিস্তিনি পাথর নিয়ে বিক্ষোভ শুরু করে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইহুদি দর্শনার্থীরা আল-আকসা দেখতে চাইলে তাতে বাঁধা দেয় শত শত ফিলিস্তিনি। এর পরই মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এবং তাদের সরিয়ে দেয়।

এদিন সহিংসতার সময় ৯ জন ফিলিস্তিনিকে আটক করা হয় বলে খবরে বলা হয়েছে।

ফিলিস্তিন রেড ক্রসের জানিয়েছে, সহিংসতায় অন্তত ১০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি তবে আহতদের তারা সাহায্যে এগিয়ে এসেছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা

রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

Green Tea
সর্বশেষ