Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ২১ এপ্রিল ২০২২

আফগানিস্তানে নামাজের সময় মসজিদে হামলা করে ১১ জনকে হত্যা

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) নামাজ চলাকালীন সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে মুসল্লিরা যখন নামাজ আদায় করছিলেন তখন এই হামলা চালানো হয়। 

বালখ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিউল্লাহ নুরানি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, প্রাথমিক রিপোর্টে অন্তত ২৫ জন হতাহতের খবর নিশ্চিত হওয়া গেছে। 

মাজার-ই-শরিফ শহরের প্রধান হাসপাতালের প্রধান ঘাওসউদ্দিন আনওয়ানি এপিকে বলেন, বিস্ফোরণে অন্তত ১০ মুসল্লি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন। 

তিনি আরও বলেন, মসজিদে হামলায় ভুক্তভোগীদের অ্যাম্বুলেন্স ও প্রাইভেট গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এই হামলা ছাড়াও উত্তর আফগান শহর কুন্দুজে আরও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জনের বেশি হতাহত হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। 

তবে এসব হামলার এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সর্বশেষ